ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বার্লিনে প্রবাসী নারীদের উদ্যোগে ঈদ আনন্দ উৎসব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
বার্লিনে প্রবাসী নারীদের উদ্যোগে ঈদ আনন্দ উৎসব

ঢাকা: জার্মানির সবখানেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঈদের আনন্দের রেশ এখনও কাটেনি। এবার আনন্দ আরও একধাপ বাড়িয়ে দিতে বার্লিনের প্রবাসীরা একত্রিত হয়ে ঈদ আনন্দ উৎসব উদযাপন করেছেন।

শনিবার (৮ জুলাই) নগরীর ওয়াইন স্ট্রাসেতে বার্লিনের প্রবাসী নারীদের উদ্যোগে ঈদ আনন্দের মহা এ আয়োজনে নামে প্রবাসীদের ঢল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিসেবে যোগ দেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

শুভেচ্ছা বক্তব্যে তিনি দেশের ভাবমূর্তি ও সংস্কৃতিকে ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান।

প্রবাসীদের এ মিলনমেলায় বাহারি বাংলা খাবারসহ বার্লিনে বসবাসরত সব পরিবার পরিজনদের এক করতে পেরে খুশি অনুষ্ঠানের উদ্যোক্তা মাকসুদা হোসাইন আনিকা ও পারভীন সুলতানা। আমন্ত্রিত অতিথিদের তিনি ধন্যবাদও জানান।

অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল একুশের পদকপ্রাপ্ত নাজমুন নেসা পিয়ারীর উপস্থাপনায় প্রবাসী ক্ষুদে শিল্পীদের সমবেত সাংস্কৃতিক পরিবেশনা।

এ সময় তাদের উপস্থাপনা উপভোগ করেন সবাই। এরপর মঞ্চে শিল্পী শাহ নিজাম উদ্দিন, মিতালী মুখার্জি, সারণী দত্তসহ আরও অনেকে দর্শকদের মুগ্ধ করতে পরিবেশন করেন দেশের জনপ্রিয় সব সংগীত।

ছুটির দিন হওয়ায় এমন অনবদ্য অনুষ্ঠানটি অনেক দিন মনে রাখবেন বার্লিন প্রবাসীরা।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।