ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ক্যানবেরায় বিজয় দিবস উদযাপন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
ক্যানবেরায় বিজয় দিবস উদযাপন

ঢাকা: অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বিজয় দিবস উদযাপিত হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) প্রবাসী বাংলাদেশি ও হাইকমিশনের সদস্যরা দেশাত্মবোধক গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন।

এছাড়া শিশু শিল্পীরা কবিতা ও গান পরিবেশন করে।

এর আগে, সকালে বাংলাদেশ হাইকমিশন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন চার্জ ডি অ্যাফেয়ার্স ড. মো. দেওয়ান শাহরিয়ার ফিরোজ।  

এ সময় মহান মুক্তিযুদ্ধ এবং গত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয়।

মহান বিজয় দিবসে আলোচনাকালে চার্জ ডি অ্যাফেয়ার্স গত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বীর শহীদদের স্বপ্ন বাস্তবায়নে বৈষম্যমুক্ত ও উন্নত বাংলাদেশ গড়তে দেশে ও বিদেশে অবস্থানরত সব বাংলাদেশিকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরেন।

এসব অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
টিআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।