ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

জার্মানির মিউনিখে বাংলাদেশি চিকিৎসকদের মিলনমেলা 

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
জার্মানির মিউনিখে বাংলাদেশি চিকিৎসকদের মিলনমেলা 

জার্মানি: ব্যাপক আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে শনিবার (২১ সেপ্টেম্বর) জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের রাজধানী মিউনিখে হয়ে গেল দেশটিতে বসবাসরত ও গবেষণায় নিয়োজিত বাংলাদেশি চিকিৎসকদের মিলনমেলা ডাস সুজামেনট্রেফেন।  

এ উপলক্ষে শহরের একটি মিলনায়তনে চিকিৎসকদের সংগঠন ‘অ্যার্জটে আউস বাংলাদেশে’র আয়োজনে বর্ণাঢ্য এ মিলনমেলা হয়।

দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল দেশের গান, কবিতা আবৃত্তি, নৃত্য আর মজাদার দেশীয় খাবার।  

সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে আয়োজকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন- ডা. জুবাইদা লায়লা, ডা. সুমাইয়া মোস্তাফা, ডা. শামিনা নাসরিন এবং ডা. শরিফা শারমিনসহ অনেকে। এসময় দেশের মর্যাদা অক্ষুণ্ন রাখার পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে দেশ ও দেশের মানুষ এবং প্রবাসীদের কল্যাণে নিজেদের সর্বোচ্চ দিয়ে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।  

জার্মানির নানা প্রদেশ থেকে সংগঠনের সদস্য ছাড়াও সর্বস্তরের প্রবাসীরা এ আয়োজনে অংশ নেন।

বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।