ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

আয়ারল্যান্ডে বঙ্গবন্ধুর সৈনিকদের সমাবেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
আয়ারল্যান্ডে বঙ্গবন্ধুর সৈনিকদের সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি সমাবেশটি রাজধানীর পারনেল স্কয়ারের টিচার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়ারল্যান্ড প্রবাসী বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান। পরিচালনা করেন মোহাম্মদ সয়েল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাসগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন- সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকারকর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম এবং বেলজিয়াম আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুস সালাম ভূইয়া, ফ্রান্স আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আতিকুজ্জামান।

সমবেশে বক্তব্য রাখেন- আয়ারল্যান্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কিবরিয়া হায়দার, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, আয়ারল্যান্ড আওয়ামী লীগ নেতা ইকবাল আহমদ লিটন, জালাল আহমদ ভূঁইয়া, ফিরোজ হোসেন, জসিমউদ্দিন আহমদ, রফিক খান, মিনহাজুল আমিন সাকিল, রাজিবুল হক গালিব, অলক সরকার, মো. কামরুজামান, বরুণ কুমার, নিমিন চাই দাশ, জসিমউদ্দিন পাটোয়ারি, রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, ভাসানী খান, ফয়জুল্লাহ সিকদার, দেওয়ান আনিসুর রহমান, সাইদুর রহমান, জাকির হোসেন এবং ইনজামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে অনিল দাসগুপ্ত বলেন, স্বাধীনতা বিরোধীদের মিথ্যাচাররোধে প্রবাসী বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের বলিষ্ঠ ভূমিকা রাখকে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত, উদার এবং গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র প্রতিহত করে সরকারের সাফল্যের ধারা অব্যাহত রাখতে প্রবাসে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদেরও ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভায় বিশেষ অতিথি এম. নজরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ক্ষুধা-দারিদ্র্য-শোষণ-জঙ্গীবাদমুক্ত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ গড়ার সংগ্রামে নিয়োজিত। তাই জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে প্রবাসে স্বাধীনতা বিরোধীদের অপপ্রচার ও ষড়যন্ত্র প্রতিরোধের লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।