রোববার (২৮ এপ্রিল) বাঙালি এ উৎসবে অনুষ্ঠিত হয় হামবুর্গের ওয়াইজেনহোফের ব্লাওয়ার সালোন কমিউনিটি সেন্টারে।
সেখানে শিশুদের কণ্ঠে কবিতা-ছড়া আবৃত্তি ছাড়াও শ্রুতি নাট্য, গ্রাম বাংলার শেকড় থেকে উঠে আসা ভাটিয়ালি, পল্লীগীতি, বাউলগানের তালে নাচের দোলে মুখরিত হয়ে ওঠে গোটা কমিউনিটির প্রাঙ্গণ।
আয়োজকরা বলেন, জার্মানির দ্বিতীয় জনবহুল শহর হামবুর্গে দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি থাকেন। উৎসবটিতে সবার সঙ্গে দেখা করার ও শিশুরাও তাদের শেকড়, বাবা-মায়ের দেশ, ভাষা, সংস্কৃতি জানার সুযোগ পায়।
আয়োজকরা আরও বলেন, প্রবাসী নারী-পুরুষ বাংলাদেশ থেকে শখ করে পাজামা-পাঞ্জাবি, শাড়ি-গহনা নিয়ে আসেন। তারা এই উৎসবের দিনেই সেগুলো পরার সুযোগ পান।
বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, মে ০৩, ২০১৮
এএটি