শুক্রবার (২৬ অক্টোবর) অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত প্রবাসী বাংলাদশিরা কামব্যাক ম্যাচে সৌম্য সরকারের ভয়ডরহীন ক্রিকেট দেখে মুগ্ধ।
কথায় আছে, ক্রিকেটে ফর্ম টেমপোরারি, কিন্তু ক্লাস পার্মানেন্ট।
অস্ট্রেলিয়ার অধিবাসীরা সাধারণত আক্রমণাত্মক ক্রিকেট দেখতে পছন্দ করে। চার-ছক্কার ফুল ঝুড়ি ফুটিয়ে সৌম্য যেভাবে জিম্বাবুয়ের বোলারদের তুলোধুনো করেছেন তাতে অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালিদের কুর্ণিশ পেয়েছেন। তার সুন্দর সব আগ্রাসী সট সবাইকে বিহ্বল করে তুলেছে। অস্ট্রেলিয়ার জাতীয় দলের খেলোয়াড়রা যেমন ঔদ্ধত্য দেখান বিপক্ষের বোলারদের ওপর তেমনি সৌম্য সরকারও যেন বিধ্বংসী ছিলেন চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের ম্যাচে।
সৌম্য সরকারের পাশাপাশি ইমরুল কায়েসও ম্যাচটিতে অনবদ্য শতরান করেছেন। সবার প্রশংসা কুড়িয়েছেন তিনিও। কিন্তু সৌম্যের চোখ ধাঁধানো সটগুলো যেন সবার স্মৃতি কোঠায় স্থায়ী জায়গা করে নিলো। এজন্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাকে স্বরূপে ফেরাতে সচেষ্ট ছিল। এখন সময় তার সামনের দিকে এগিয়ে চলা।
বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
আরআইএস/