ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ছয় দফা দিবস পালিত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জুন ৮, ২০২০
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ছয় দফা দিবস পালিত ভার্চ্যুয়াল আলোচনা।

ঢাকা: ছয় দফা দিবস উপলক্ষে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে এক ভার্চ্যুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

ভার্চ্যুয়াল আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে করোনা সংকট সাহসের সঙ্গে মোকাবিলার এবং বাংলাদেশের সমৃদ্ধি ও প্রগতির ধারা অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সোমবার (৮ জুন) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন জানায়, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীমের সভাপতিত্বে এই বিশেষ ভার্চ্যুয়াল আলোচনা হয়।

এতে যুক্তরাজ্য থেকে অংশ নেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী ও ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি সুলতান মাহমুদ শরীফ এবং বাংলাদেশ থেকে অংশ নেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও দ্য অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী এবং বিশিষ্ট সাংবাদিক, ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত।

সভাপতির বক্তব্যে হাই কমিশনার সাইদা মুনা তাসনীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সমৃদ্ধ ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলে বঙ্গবন্ধুর ছয় দফারই বাস্তবায়ন করেছেন এবং বঙ্গবন্ধুর আদর্শেই বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে নিরন্তর কাজ করে চলেছেন। বর্তমানে করোনার মহামারির সময়েও তিনি বঙ্গবন্ধুর জীবনের সাহসী ও সংগ্রামী আদর্শ নিয়েই শতাব্দীর এই ভয়াবহতম সংকট মোকাবিলা করছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বের ফলেই করোনা সংকটের সময়েও বিশ্বখ্যাত ইকোনমিস্ট ম্যাগাজিন বাংলাদেশকে বিশ্বের ৬৬টি প্রাগ্রসর অর্থনীতির মধ্যে নবম শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে চিহ্নিত করেছে। শুধু তা-ই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপের ফলে বর্তমান বিশ্বব্যাপী লকডাউনের মধ্যেও আমাদের কঠোর পরিশ্রমী ও দেশপ্রেমী প্রবাসী ভাই ও বোনেরা দেশে রেকর্ড পরিমাণে রেমিটেন্স পাঠিয়েছেন। ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও সর্বোচ্চ রেকর্ড হয়েছে।

হাই কমিশনার জাতির পিতা বঙ্গবন্ধুর ছয় দফার প্রকৃত ইতিহাস ও এর অন্তর্নিহিত আদর্শ সম্পর্কে নতুন প্রজন্মের ব্রিটিশ-বাংলাদেশিদের আরো সচেতন করতে বেশি করে প্রচার ও গবেষণা করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।

তিনি ছয় দফা দিবসে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী ছয় দফা আন্দোলনের ঐতিহাসিক পটভূমি তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর ছয় দফা ঘোষণা করার পরই বাঙালির স্বাধিকার আন্দোলন জোরদার হয়ে ওঠে।

ছয় দফাকে বিশ্বের বিভিন্ন দেশের মুক্তিকামী মানুষের স্বাধীনতা সনদের সঙ্গে তুলনা করে তিনি বলেন, পাকিস্তানি শাসকরা ছয় দফা-ভিত্তিক আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে চিহ্নিত করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়েছিল।

তিনি আরও বলেন, এ ছয় দফার প্রচণ্ড বিরোধিতা করে তৎকালীন পাকিস্তানি শাসক আইয়ূব খান ছয় দফা-ভিত্তিক স্বাধিকার আন্দোলন দমনের ব্যর্থ চেষ্টা করেছিলেন। কিন্তু বঙ্গবন্ধু আপোসহীন স্বাধিকার আন্দোলনের মাধ্যমে ১৯৭১ সালে বাংলাদেশের মানুষের জন্য স্বাধীনতা এনেছেন, বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করেছেন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।

আবদুল গাফফার চৌধুরী বলেন, আজ তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছে। কারোনা ভাইরাসের প্রার্দুভাবের ফলে সে অগ্রগতি ব্যাহত হয়েছে। কিন্তু আমরা আশাবাদী, বঙ্গবন্ধুর অকুতোভয় রাজনৈতিক আদর্শে লালিত শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ করোনা সংকটও সফলভাবে মোকাবিলা করবে।

ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি সুলতান মাহমুদ শরীফ বলেন, বঙ্গবন্ধু ছয় দফা আন্দোলন বাংলাদেশে শুরু করার পরই যুক্তরাজ্যসহ বিশ্বব্যাপী বাঙালির স্বাধিকার আন্দোলন জোরদার হয়ে ওঠে। সবাই বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের আর্থিক, সামাজিক ও রাজনৈতিক স্বাধীনতার জন্য দূর্বার আন্দোলন গড়ে তুলে যার ফলশ্রুতি ৭১-এর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও দ্য অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, ৭ জুন ছয় দফা দিবস শুধুমাত্র একটি দিন নয় এটি আমাদের মুক্তির সনদ ঘোষণারও দিন। ছয় দফা আন্দোলনের রক্তাক্ত পথ ধরেই ৭১-এ মুক্তিসংগ্রাম হয়েছে। আর আজ জাতির পিতার ছয় দফার আদর্শ ও চেতনা নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ সব ধরনের সংকট মোকাবিলা করে এবং দেশের সব সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি উন্নত দেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছে।

বিশিষ্ট সাংবাদিক, ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত বলেন, ছয় দফার মাধ্যমে বঙ্গবন্ধু বাঙালি জাতির মনে অর্থনৈতিক স্বনির্ভরতা ও রাজনৈতিক স্বাধীনতা অর্জনের যে গভীর আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছিলেন তারই ফলশ্রুতি হচ্ছে আজকের বাংলাদেশ। তিনি ছয় দফাসহ বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস দেশে ও বিদেশের নতুন প্রজন্মকে জানাতে বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

আলোচনা অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে কমিউনিটি ব্যক্তিত্বদের মধ্যে আরো অংশ গ্রহণ করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ও সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। হাই কমিশনরের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখিত ও গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত বিশেষ নিবন্ধ নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুন ৮, ২০২০
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।