ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

জার্মানিতে নতুন রাষ্ট্রদূতের সঙ্গে অনারারী কনসালের সাক্ষাৎ

জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
জার্মানিতে নতুন রাষ্ট্রদূতের সঙ্গে অনারারী কনসালের সাক্ষাৎ

জার্মানিতে নবনিযুক্ত রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সঙ্গে বার্লিনের দূতাবাসে সৌজন্যে সাক্ষাৎ করেছেন দেশটির নর্থ রাইন ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের অনারারি কনসাল হাসনাত মিয়া।  

শুক্রবার সকালে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় তাদের মধ্যে কোভিড-১৯ পরিস্থিতিতে প্রবাসীদের অবস্থা, বাংলাদেশ ও জার্মানির দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।  

নবনিযুক্ত রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, জার্মানিসহ পুরো ইউরোপে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল, বাণিজ্যে সম্পর্কোন্নয়ন, নতুন নতুন সম্ভাবনার বিষয়ে উদ্যোগী ভূমিকা পালন করাটাই তার প্রধান দায়িত্ব।  

এ সময় তিনি আরও বলেন, করোনার এই মহামারিতে যে কোনো ধরনের সহযোগিতা দিতে দূতাবাস বদ্ধপরিকর। এই সময় সাংবাদিকদের পাশাপাশি দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন উপস্থিত।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।