ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বার্লিনে শিশুদের চিত্রাঙ্কন

বিটু বড়ুয়া, বার্লিন, জার্মানি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বার্লিনে শিশুদের চিত্রাঙ্কন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বার্লিনে শিশুদের চিত্রাঙ্কন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শনিবার (২০ মার্চ) প্রবাসী শিশুদের জন্য বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কেটে বিশেষ চিত্রাঙ্কনের আয়োজন করে বার্লিনের বাংলাদেশ দূতাবাস।

এসময় রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে জানতে এবং দেশের অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ ও সমৃদ্ধ সংস্কৃতিকে প্রবাসের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই আয়োজন।

পরে চিত্রাঙ্কনে অংশ নেওয়া সব শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।