ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ

শাহ মো. তানভীর  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, মে ১৮, ২০২১
ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ বিক্ষোভ

পর্তুগাল থেকে: ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে পর্তুগালের  বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ।  

স্থানীয় সময় সোমবার (১৭ মে) বিকেল ৬টায় পর্তুগালের রাজধানী লিসবনের প্রাণকেন্দ্র মার্তিমনিজ পার্কে এবং বাণিজ্যিক শহর পর্তুতে এ বিক্ষোভ করেন তারা।

এতে পর্তুগিজ, মানবাধিকার সংস্থার কর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, আফ্রিকান, মরক্কো, সিরিয়া, আলজেরিয়া ও বাংলাদেশের নাগরিকসহ হাজারো মানুষ অংশ নেয়।

এ সময় বর্বরোচিত এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ। গোটা বিশ্ব যখন করোনা মহামারিতে ক্লান্ত, তখন অবৈধ দখলদার ইসরায়েল দানবীয় রূপে আবির্ভূত হয়েছে।

এ সময় 'ইসরায়েল বের হও এবং 'ফিলিস্তিনের জন্য স্বাধীনতা'সহ নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে বিক্ষোভকারীদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা।

ইসরায়েলের এই আক্রমণকে গণহত্যা বলে আখ্যা দেন বিক্ষোভকারীরা।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মে ১৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।