ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অপার মহিমার রমজান

শবে কদরের রাতে বায়তুল মোকাররমে মুসল্লিদের নামাজ আদায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
শবে কদরের রাতে বায়তুল মোকাররমে মুসল্লিদের নামাজ আদায়

ঢাকা: পবিত্র শবে কদরের রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এদিন পূণ্যের আশায় মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন তারা।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

অন্যদিনের তুলনায় আজ মসজিদে মুসল্লির সংখ্যা বেশি ছিল। মসজিদে নামাজ আদায় করতে এসেছিলেন কাকরাইল এলাকার বাসিন্দা মো. বাচ্চু মিয়া। জানতে চাইলে বাংলানিউজকে তিনি বলেন, আজ এই পবিত্র রাতে জাতীয় মসজিদে নামাজ আদায় করতে পেরে ভালো লাগছে। আল্লাহ যেনো আমাদের সবার ইবাদত কবুল করেন।

কথা হয় রিশাদুল ইসলাম নামে অপর একজনের সঙ্গে। তিনি থাকেন পল্টন এলাকায়। বাংলানিউজকে রিশাদুল বলেন, অন্যদিন সাধারণত মহল্লার মসজিদে নামাজ আদায় করি। আজ বিশেষ রাত, তাই জাতীয় মসজিদে নামাজ আদায় করতে এলাম।

এদিন ধর্মপ্রাণ মানুষ দান-খয়রাতও করেন। সেজন্য মসজিদের উত্তর গেইটে অসহায় মানুষদের সাহায্যের আশায় বসে থাকতে দেখা গেছে। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রার্থনা শেষে মুসল্লিরা তাদের সহায়তা করে।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
ইএসএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।