বিশ্বের কোনো কোনো দেশে ধর্মপ্রাণ মুসলমানদের ইফতারের দু’ঘণ্টা পরই সেহরি খেতে হয়। অর্থাৎ তাদের জন্য রোজা ২২ ঘণ্টার।
এবার জেনে নেয়া যাক, বিশ্বের কোন দেশগুলোতে মুসলমানদের সবচেয়ে লম্বা সময়ের রোজা রাখতে হয়।
আইসল্যান্ডের অধিবাসীদের রোজা রাখতে হয় ২২ ঘণ্টা। উত্তর ইউরোপের একটি দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড। এর মোট জনসংখ্যা ৩ লাখ ২৩ হাজার ২ জন। এর মধ্যে মুসলমানের সংখ্যা হাজারখানেকেরও কম। তবে তাদের মাঝে যারা পবিত্র রমজান মাসের রোজা পালন করেন, তারা এক দিক থেকে বিশ্বের আর সমস্ত ধর্মপ্রাণ মুসলমানকে ছাড়িয়ে যান। আইসল্যান্ডে এবার সেজরি খেতে হচ্ছে রাত দু’টোয় আর ইফতার হয় পরের দিন রাত ১২টায়। সেহরি থেকে ইফতার পর্যন্ত কত ঘণ্টা হলো? ২২ ঘণ্টা!
বাংলাদেশ সময়: ২০০০ ঘন্টা, জুন ২১, ২০১৫
এমএ/