ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

শেয়ারবাজার

সিএসইর ৭ স্বতন্ত্র পরিচালকের নিয়োগ অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
সিএসইর ৭ স্বতন্ত্র পরিচালকের নিয়োগ অনুমোদন

ঢাকা: আগামী ৩ বছরের জন্য নতুন পর্ষদ গঠনের জন্য সাতজন স্বতন্ত্র পরিচালকের নিয়োগ অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৫ জানুয়ারি) এ সংক্রান্ত চিঠি সিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।



চিঠিতে বলা হয়েছে, নতুন পর্ষদ গঠনে সাতজন স্বতন্ত্র পরিচালক নিয়োগে অনুমোদন দিয়েছে কমিশন। যারা আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন। অনুমোদন পাওয়া সাতজন স্বতন্ত্র পরিচালকের মধ্যে বর্তমান চেয়ারম্যান আসিফ ইব্রাহিমও আছেন। এছাড়া আব্দুল হালিম চৌধুরী, কাসিফ রেজা চৌধুরী, মঞ্জুরুল আহসান বুলবুল, মো. সজিব হোসাইন (এফসিএ), ইস্তার মহল ও মোহাম্মদ নকিব উদ্দিন খান।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।