ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়েছে।
এদিন লেনদেন শুরুর প্রথম ৫ মিনিট পর সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে লেনদেন শুরু হয়।
বেলা ১১টায় ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে ৪ হাজার ২৮৩ পয়েন্টে।
এদিকে, ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে ১ হাজার ৪৮৩ পয়েন্টে।
এ সময় পর্যন্ত ডিএসইতে ১২৩টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বৃদ্ধি পেয়েছে ১৩ পয়েন্ট। লেনদেন হয়েছে ৭৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে ১২৩টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় ওঠানামা করছে- জেনারেশন নেক্সট, লঙ্কা-বাংলা ফিন্যান্স, সেন্ট্রাল ফার্মা, এনভয় টেক্সটাইল, সিনো বাংলা, আরএন স্পিনিং, রহিমা ফুড, আরগন ডেনিমস, গোল্ডেন সন এবং বিডি থাই।
অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৮ হাজার ৩৯৯ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১০ হাজার ৭৯১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৩ হাজার ২৯৫ পয়েন্টে অবস্থান করে।
এ সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে মোট ৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর