ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে ছয় মাসের সর্বনিম্ন লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, মে ১৯, ২০১৪
ডিএসইতে ছয় মাসের সর্বনিম্ন লেনদেন

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে মোট ২১৭ কোটি ৭ লাখ ৪৩ হাজার টাকা।

এর আগে গত বছরের ২২ অক্টোবর ডিএসইতে সর্বনিম্ন ১৮৮ কোটি ৮২ লাখ টাকা লেনদেন হয়।  

রোববার ডিএসইতে গত এক মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়। ওইদিন লেনদেন হয়েছিল মোট ২২৯ কোটি ১৯ লাখ টাকা।  
 

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট কমে ৪ হাজার ৩৬৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৫৮৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট কমে ৯৭১ পয়েন্টে স্থির হয়।

এদিন সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম ৫ মিনিট ডিএসইর মূল্যসূচক কমে। তবে পরের ১০ মিনিট সূচক বাড়ে। এর পর পৌনে ১১টা থেকে ফের নিম্নমুখী হয় সূচক।

বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে ৪ হাজার ৩৯৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৫৯৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে ৯৭৮ পয়েন্টে স্থির হয়।
 
বেলা পৌনে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪১৬ পয়েন্টে ওঠে আসে। এছাড়া ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬০৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে ৯৮৩ পয়েন্টে স্থির হয়।

দুপুর সোয়া ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে ৪ হাজার ৪০০ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৫৯৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে ৯৭৯ পয়েন্ট হয়।

দুপুর ১টা ৩৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট কমে ৪ হাজার ৩৮০ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৫৮৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে ৯৭৪ পয়েন্টে দাঁড়ায়।

সোমবার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- গ্রামীণফোন, ন্যাশনাল টিউবস, হা-ওয়েল টেক্সটাইল, আলহাজ টেক্সটাইল, বিএসসিসিএল, লাফার্জ সুরমা, ফার্মা এইড, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস ।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার সিএসইর সিএসসিএক্স সূচক ৫৭ পয়েন্ট কমে ৮ হাজার ৪১২ পয়েন্টে পৌঁছে। এছাড়া সিএসই-৩০ সূচক ৬৯ পয়েন্ট কমে ১১ হাজার ৮৪ পয়েন্টে নেমে আসে।

এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২০৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।

লেনদেন হয়েছে মোট ১৮ কোটি ৬৭ লাখ টাকা।

বাংলাদেশ সময় : ১৪৫৯ ঘণ্টা, মে ১৯, ২০১৪/আপডেটেড ১৪৫৯

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।