ঢাকা: সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ফিন্যান্সের ঘোষিত নগদ লভ্যাংশ তাদের বিনিয়োগকারীদের স্ব স্ব ব্যাংক হিসাবে জমা হয়েছে। এছাড়া যেসব বিনিয়োগকারীর ব্যাংক অ্যাকাউন্টে অনলাইন সুবিধা নেই, তাদের ডিভিডেন্ড ওয়ারেন্টও বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। যা কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন দেওয়া হয়েছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির কর পরবর্তী মুনাফার হয়েছে ৮৫ কোটি ২৮ লাখ টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) ৭ দশমিক ৪৯ টাকা এবং শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৯ দশমিক ০৩ টাকা।
বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, মে ২৯, ২০১৪