ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্যসূচক কিছুটা কমলেও লেনদেন সাড়ে ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।
২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশের পর প্রথম দিন রোববার দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচক কমে যায়। তবে পরের দিন সোমবার সূচক ও লেনদেন উভয়ই বাড়ে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৪০১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৬২৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ১২ পয়েন্টে স্থির হয়।
এদিন ডিএসইতে লেনদেন হয় মোট ৪৫২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল মোট ৪২০ কোটি ৫৮ লাখ টাকা।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- লাফার্জ সুরমা, বিএসআরএম স্টিল, জিপিএইচ ইস্পাত, ইস্টার্ন হাউজিং, বিডি বিল্ডিং, এমজেএল বাংলাদেশ, সামিট পাওয়ার, ডেল্টা লাইফ, জেনারেশন নেক্সট ও গ্রামীণফোন।
এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে ৪ হাজার ৪১৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৬২৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ১৪ পয়েন্ট হয়।
দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট কমে ৪ হাজার ৩৯৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৬২০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ০৯ পয়েন্ট হয়।
দুপুর ১টা ৩৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৪০৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৬২৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ১২ পয়েন্টে স্থির হয়।
অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক সামান্য কমে ৮ হাজার ৩৬৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৭১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ০৭ পয়েন্টে দাঁড়ায়।
এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।
লেনদেন হয় মোট ৩০ কোটি ০৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ২৯ কোটি ১২ লাখ টাকা।
বাংলাদেশ সময় : ১১১৬ ঘণ্টা, জুন ১০, ২০১৪/আপডেটেড ১৪৫৪ ঘণ্টা