ঢাকা: ওষুধ ও রসায়ন খাতের ওয়াটা কেমিক্যালস কোম্পানির শেয়ার দর সপ্তাহের পঞ্চম ও কার্যদিবস বৃহস্পতিবার সবচেয়ে বেশি কমেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৫৯ টাকা বা ১৬ দশমিক ৩৭ শতাংশ কমে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করে।
দিনভর এর শেয়ার দর ২৯০ টাকা থেকে ৩০১ টাকা ৪০ পয়সায় ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ৩০১ টাকা ৪০ পয়সায়।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
এছাড়া দাম কমার দ্বিতীয় অবস্থানে ছিল বিডি ওয়েল্ডিং। কোম্পানিটির শেয়ার দর ৮০ পয়সা বা ৬ দশমিক ৩০ শতাংশ কমে সর্বশেষ লেনদেন হয় ১১ টাকা ৯০ পয়সায়। দিনভরও এই শেয়ার ১১ টাকা ৮০ পয়সা থেকে ১২ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়।
এরপর দর কমার তৃতীয় স্থানে ছিল স্টাইল ক্রাফট, চতুর্থ সমতা লেদার, পঞ্চম প্রগতি ইন্স্যুরেন্স, ষষ্ঠ অ্যাপেক্স ফুট, সপ্তম কোহিনুর কেমিক্যাল, অষ্টম কেপিসিএল, নবম লিবরা ইনফিউশন এবং দশম স্থানে ছিল গ্লোবাল হ্যাভি কেমিক্যাল।
বাংলাদেশ সময় : ১৭০২ ঘণ্টা, জুন ১২, ২০১৪