ঢাকা: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন আগামী রোববার থেকে শুরু হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, এ কোম্পানির আইপিও আবেদন করা যাবে আগামী ১৯ জুন পর্যন্ত। তবে প্রবাসী বাংলাদেশিদের জন্য আবেদনের সুযোগ থাকবে ২৮ জুন পর্যন্ত।
কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১৭ টাকা প্রিমিয়ামসহ মোট ২৭ টাকা মূল্যে শেয়ার বিক্রয় করবে। কোম্পানি দুই কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করবে। আর এর মাধ্যমে বাজার থেকে সংগ্রহ করবে ৬৭ কোটি ৫০ লাখ টাকা।
গত ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৫৪ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এসএভি) দাঁড়িয়েছে ১৯.৮ টাকা।
উত্তোলিত অর্থ কোম্পানিটি বিএমআরই, ব্যাংকের টার্ম ঋণ পরিশোধ এবং প্রাথমিক গণ প্রস্তাবের কাজে ব্যয় করবে।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৪