ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ২৪ জুন থেকে এটা কার্যকর হবে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
২০১৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেয়।
নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানি যদি সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বা তার বেশি শেয়ার লভ্যাংশ দেয়, তবে সে কোম্পানি ‘এ’ ক্যাটাগরিভুক্ত হবে। আর ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করলে সে কোম্পানির শেয়ার ‘বি’ ক্যাটাগরিভুক্ত হবে।
বাংলাদেশ সময় : ১৭১৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৪