ঢাকা: শেয়ারবাজার সংক্রান্ত মামলা নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে ভারত সফরে গেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একটি প্রতিনিধি দল।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
ভারতের সিকিউরিটিজ আপিলেট ট্রাইব্যুনাল (এসএটি) থেকে আগামী ২৬ জুন পর্যন্ত প্রশিক্ষণ নেবে প্রতিনিধি দলটি।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় শেয়ারবাজার উন্নয়ন প্রকল্প (সিএমডিপি)-২ এর আওতায় সংশ্লিষ্ট বিচারককে প্রশিক্ষণ দেওয়ার শর্তানুযায়ী অর্থ মন্ত্রণালয় এ প্রশিক্ষণ নেওয়ার নির্দেশ দেয়। তারই অংশ হিসেবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (সেবি) সঙ্গে বিএসইসি যোগাযোগের মাধ্যমে সিকিউরিটিজ আপিলেট ট্রাইব্যুনালে (এসএটি) এই প্রশিক্ষণের ব্যবস্থা হয়।
বিএসইসির প্রতিনিধি হিসেবে কমিশনার (আইন) মোহাম্মদ আবদুস সালাম শিকদার, বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) হুমায়ুন কবির, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সলিসিটর ও লেজেসলেটিভ মো. শফিকুর রহমান এবং সংসদ বিষয়ক বিভাগের উপ-সচিব মো. রফিকুল হাসান প্রতিনিধি দলে রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জুন ২৪, ২০১৪