ঢাকা: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ফার কেমিক্যাল কোম্পানির শেয়ার লেনদেন দেশের দুই স্টক এক্সচেঞ্জে আগামী মঙ্গলবার থেকে শুরু হবে। গত ১৯ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ কোম্পানিকে তালিকাভুক্ত করা হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর সিদ্ধান্ত অনুযায়ী ফার কেমিক্যালের লেনদেন শুরু হবে ৮ জুলাই। কিন্তু সিএসই ৭ জুলাই লেনদেন শুরু করতে চেয়েছিল। পরবর্তীতে ডিএসইর পক্ষ থেকে সিএসইকে কোম্পানিটির লেনদেন একই দিনে শুরু করা জন্য চিঠি দেওয়া হয়। এর প্রেক্ষিতে উভয় স্টক এক্সচেঞ্জে একই দিন লেনদেন শুরু হবে।
কুমিল্লা ইপিজেডে (রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা) অবস্থিত এ কোম্পানি বস্ত্র খাতের জন্য প্রয়োজনীয় নানা রাসায়নিক দ্রব্য উৎপাদন করে থাকে। এ কোম্পানির উদ্যোক্তাদের মালিকানাধীন আরও দুটি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত। আরএন স্পিনিং ও ফ্যামিলি টেক্স।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৪