ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

শাহজিবাজার পাওয়ারের লেনদেন শুরু ১৫ জুলাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪
শাহজিবাজার পাওয়ারের লেনদেন শুরু ১৫ জুলাই

ঢাকা: শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া শাহজিবাজার পাওয়ার কোম্পানির শেয়ার উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হচ্ছে আগামী ১৫ জুলাই থেকে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।



সম্প্রতি ডিএসই-এর বোর্ড সভায় শাহজিবাজার পাওয়ারকে স্টক এক্সচেঞ্জে তালিকাভূক্তির অনুমোদন দেওয়া হয়।

এ কোম্পানির আইপিওতে ৩১ কোটি ৭০ কোটি টাকার বিপরীতে ৬৫২ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার টাকার আবেদন জমা পড়ে। যা কোম্পানির চাহিদার চেয়ে ২০.৬০ গুণ।

কোম্পানিটি পুঁজিবাজারে ১ কোটি ২৬ লাখ ৮০ হাজার শেয়ার ছেড়ে মোট ৩১ কোটি ৭০ লাখ টাকা উত্তোলন করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য ছিলো ২৫ টাকা। এর মার্কেট লট ২০০টি শেয়ার।

সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ কোম্পানির প্রতি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ২.৩২ টাকা এবং প্রতি শেয়ারে সম্পদ মূল্য দাঁড়িয়েছে (এনএভি) ২৪. ৫৮ টাকা।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা,  জুলাই ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।