ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইর সূচক ফের পাঁচ হাজার পয়েন্টে, বেড়েছে লেনদেও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪
ডিএসইর সূচক ফের পাঁচ হাজার পয়েন্টে, বেড়েছে লেনদেও

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ নভেম্বর) মূল্যসূচকের সঙ্গে লেনদেনের  পরিমাণও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ০৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৪৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৭০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২৩ পয়েন্ট বেড়ে এক হাজার ১৮০ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭১টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- আরএসআরএম স্টিল, ডেসকো, অলিম্পিক, ওয়েস্টার্ন মেরিন, যমুনা অয়েল, শাহজিবাজার পাওয়ার, সাইফ পাওয়ারটেক, বিবিএস, মবিল যমুনা ও কেপিপিএল।

লেনদেন হয়েছে মোট ৮৪৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ৬৬৮ কোটি ৭৭ লাখ টাকা।                      

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৬৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৪৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭০ পয়েন্ট হয়।

দুপুর ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৯২ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৩৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৫৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৯ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭৬ পয়েন্ট হয়।

দুপুর ১টা ২৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১০ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৪৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৬৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১৮১ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ১৩২ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪১৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩২০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫৮১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৪৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৬৪ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।

লেনদেন হয় মোট ৬০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ৬৬ কোটি ৪১ লাখ টাকা।     

বাংলাদেশ সময় : ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।