ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

এক ঘণ্টায় ডিএসইর লেনদেন ছাড়ালো শ’কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এক ঘণ্টায় ডিএসইর লেনদেন ছাড়ালো শ’কোটি টাকা

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩০ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের ওঠা-নামার মধ্য দিয়ে লেনদেন চলছে।
 
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এক ঘণ্টায় আগের দিনের তুলনায় কমেছে ৪ পয়েন্ট।

আর লেনদেন হয়েছে ১৩২ কোটি ১৮ লাখ টাকা। লেনদেন হওয়া ৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। দাম কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত আছে ৫৫টি।
 
অপর বাজার সিএসইতে এক ঘণ্টায় সিএসইএক্স সূচক বেড়েছে ১২ পয়েন্ট। লেনদেন হয়েছে ৯ কোটি ৪২ লাখ টাকার। লেনদেন হওয়া ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। দাম কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত আছে ২৬টি।
 
বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন ডিএসইতে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। প্রথম ৩ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৪০ মিনিটে বাড়ে ৫ পয়েন্ট। ১০টা ৫০ মিনিটে বাড়ে ১০ পয়েন্ট।
 
সূচকের এ ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যহত থাকায় বেলা ১১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১১টা ১০ মিনিটে বাড়ে ১৫ পয়েন্ট। বেলা ১১টা ২০ মিনিটে বাড়ে ৭ পয়েন্ট।
 
এরপর নিম্নমুখী হতে থাকে সূচক। বেলা ১১টা ২৫ মিনিটে ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা সাড়ে ১১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ৪ হাজার ৫৭৬ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় দশমিক শূন্য ৪ পয়েন্ট কমে ১ হাজার ৭৩০ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০০ পয়েন্টে অবস্থান করছে।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- বিএসআরএম স্টিল, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, কাশেম ড্রাইসেল, সিমটেক্স, মালেক স্পিনিং, কেডিএস, ইফাদ অটোস, বিএসআরএম ও সিঅ্যান্ডএ টেক্সটাইল।
 
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।