ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

দরপতনে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
দরপতনে সপ্তাহ শুরু

ঢাকা: সপ্তাহের শুরুতেই পুঁজিবাজারের আবারো দরপতন হয়েছে। কমেছে লেনদেন, সূচক ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

আগের সপ্তাহের ধারাবাহিতায় নতুন সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৪ এপ্রিল) দিনভর সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন হয়েছে।

দিন শেষে ঢাকার বাজারে লেনদেন হয়েছে ৩শ’ কোটির কিছু বেশি। আর চট্টগ্রামের বাজারে লেনদেন হয়েছে ১৯ কোটি টাকা।

এর আগের কার্যদিবস বৃহস্পতিবার (২১ এপ্রিল) উভয় বাজারে দরপতন হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তার পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকটের কারণে পুঁজিবাজারে দরপতন হচ্ছে। দরপতনের কারণে লেনদেনও কম হচ্ছে। লেনদেন কম হওয়ায় কারণ, পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগের সীমা বাড়ানো নিয়ে বাংলাদেশ ব্যাংকের টালবাহানা।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে চার হাজার ৩৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ২ দশমকি ৬৩ পয়েন্ট কমে ১ হাজার ৬৬৩ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক শূন্য দশমিক ৪৪ পয়েন্ট কমে ১ হাজার ৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ১৪৩টির ও অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির  শেয়ারের দাম। দিনশেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৩০৭ কোটি ৫১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৪১৬ কোটি টাকা।
 
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট কমে ৮ হাজার ১০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৭৮ লাখ টাকা।

লেনদেন হওয়া ২২০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ১০৪টির ও অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।