ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে মূল্য সংশোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
পুঁজিবাজারে মূল্য সংশোধন

টানা দুই কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতার পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৯ নভেম্বর) উভয় পুঁজিবাজারে দরপতন হয়েছে।

ঢাকা: টানা দুই কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতার পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৯ নভেম্বর) উভয় পুঁজিবাজারে দরপতন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২০পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দামও। বাজার সংশ্লিষ্টরা বাজারের এ অবস্থানকে মূল্য সংশোধন বলে মনে করেন।

বুধবার সূচকের নিন্মমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত। এরপর দিনের বাকি সময়ের লেনদেন হয় সূচকের ওঠা-নামায়। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ১৩ কোটি ৪১ লাখ ৬২ হাজার ৯৬৮টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে এর পরিমাণ ৫৫৪ কোটি ৯৫ লাখ ৫৯ হাজার টাকা।

ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৯.৮০ পয়েন্ট কমে চার হাজার ৬৭১.২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএসই-৩০ মূল্যসূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৭৫৬.৪৭ পয়েন্টে এবং ডিএসইএ শরীয়াহ্ সূচক ৫.৩৮ পয়েন্ট কমে ১ হাজার ১২০.৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে।  

ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ার।

এর আগের দিন মঙ্গলবার (০৮ নভেম্বর) লেনদেন হয়েছিলো ৬৪৩ কোটি টাকা। তার আগের দিন সোমবার (০৭ নভেম্বর) লেনদেন হয়েছিলো ৬৩৩ কোটি ৯১ লাখ ৬৬ হাজার টাকার। তার আগের দিন রোববার (০৬ নভেম্বর)  লেনদেন হয়েছিলো ৪৬৮ কোটি ৬৮ লাখ ৭৮ হাজার টাকার।
 বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এমএমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।