ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সূচকের ওঠানামার মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। আগের দিন বুধবারের মতোই এদিন লেনদেন, বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। 

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে শূন্য দশমিক ৫৮ পয়েন্ট। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৭ পয়েন্টে।

 

বাজারের এ অবস্থানকে মূল্য সংশোধন মনে করছেন সংশ্লিষ্টরা।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৪২ কোটি ২৪ লাখ ৭৫ হাজার ৫৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমাণ ১ হাজার ৪০৮ কোটি টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৯৮৯ কোটি ৩২ লাখ ৫১ হাজার কোটি টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২ হাজার ৬৪ কোটি টাকা।

এদিন তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ০ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৩৪ পয়েন্টে। পাশাপাশি ডিএস-৩০ সূচক ২ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৩ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ০ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১ হাজার ২৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ২০৫টির এবং আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার।
 
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৬ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১০ হাজার ২৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৮৪ কোটি ৭০ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১২১ কোটি টাকা।  
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ১৭০টির এবং ২০ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।