বৃহস্পতিবার (২১ সেপ্টম্বর) ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে বলা হয়, স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক অশোক কুমার স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫ লাখ এবং সিটি ব্যাংক লিমিটেডের পরিচালক হোসাইন মাহামুদ ৬৫ হাজার শেয়ার কিনবেন।
বৃহস্পতিবার স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার কেনা বেচা হচ্ছে ১৬ টাকায়। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪১ দশমিক ৯৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১ দশমিক ৯০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৬ দশমিক ১৫ শতাংশ শেয়ার রয়েছে।
এছাড়াও সিটি ব্যাংকের শেয়ার ৪৬ দশমিক ২০ টাকায় কেনাবেচা হয়েছে। কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে ৩১ দশমিক ৬২ শতাংশ শেয়ার রয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক ৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ৩৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৯ শতাংশ শেয়ার রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
এমএফআই/এমজেএফ