ব্রোকারেজ হাউজগুলো হলো- গ্লোব, এস বি, খুরশিদ এবং শার্প সিকিউরিটিজ লিমিটেড।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিএসইসির ৬১৬তম সভায় এ জরিমানা করা হয়।
এতে বলা হয়, গ্লোব সিকিউরিটিজ লিমিটেড তাদের কনসুলেটেড কাস্টমার অ্যাকাউন্টে ঘাটতির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৮৭ এর ৮এ এর সাব রুলস ১ ও ২ ভঙ্গ করার পাশাপাশি অনুমোদিত প্রতিনিধিদের নামে বিও হিসাব খুলে ডিএসইর লিস্টিং রুলস ১৪ এবং সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের বিধিমালা ২০০০ এর বিধি ৪(২)(৪) এর ডিড অব অ্যাগ্রিমেন্টের ক্লজ ৫ ভঙ্গ করায় কমিশন প্রতিষ্ঠানটিকে ২০ লাখ টাকা জরিমানা করে।
এস বি সিকিউরিটিজ তাদের কনসুলেটেড কাস্টমার অ্যাকাউন্টে ঘাটতির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৮৭ এর ৮এ এর সাব রুলস ১ ও ২ ভঙ্গের পাশাপাশি আরো দুই ধরনের আইন ভঙ্গের কারণে প্রতিষ্ঠানটিকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।
একই সভায় খুরশিদ সিকিউরিটিজ তাদের কনসুলেটেড কাস্টমার অ্যাকাউন্ট এ ঘাটতির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৮৭ এর ৮এ এর সাব রুলস ১ ও ২ ভঙ্গ করার পাশাপাশি আরো তিন ধরনের আইন ভঙ্গের কারণে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও কনসুলেটেড কাস্টমার অ্যাকাউন্টে ঘাটতির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৮৭ এর ৮এ এর সাব রুলস ১ ও ২ ভঙ্গ করার পাশাপাশি আরো ৫ ধরনের অনিয়মের কারণে শার্প সিকিউরিটিজকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে কমিশন।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
এমএফআই/জেডএস