এ লক্ষ্যে রোববার (৭ জানুয়ারি) থেকে আবেদন গ্রহণ শুরু হবে। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন কোম্পানির সচিব মাসুম রানা।
বিদায়ী বছরের ১৪ নভেম্বর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কোম্পানিটিকে দেড় কোটি শেয়ারের বিনিময়ে বিনিয়োগকারীদের কাছ থেকে ১৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয়।
এ টাকা দিয়ে কোম্পানি কোম্পানিটি স্বয়ংক্রিয় ওয়্যারহাউজ নির্মাণ, মেশিনারিজ ক্রয় ও কারখানা আধুনিকায়ন, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে।
৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ৪২ টাকা। এ সময় পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ দশমিক ২০ টাকা।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এমএফআই/এসএইচ