এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে কমেছে লেনদেন।
ডিএসইর তথ্যমতে, রোববার বাজারে ৮ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ১৮১ সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ২৯৮ কোটি ২৪ লাখ ৮১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৩৬ কোটি ৭৩ লাখ ৮১ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২৭৩ কোটি ৯১ লাখ ৪৫ হাজার টাকার।
ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬৭ দশমিক ৭৯ পয়েন্ট কমে ৫ হাজার ৭০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১৮ দশমিক ৭৩ পয়েন্ট কমে ২ হাজার ১০৭ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ১৩ দশমিক ০৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৫০ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ২৭৩ এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।
অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৫১ দশমিক ০২ পয়েন্ট কমে ১০ হাজার ৬৩৯ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৭ কোটি ৩৫ লাখ ২১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১২ কোটি ৪ লাখ ১১ হাজার ৬৫৮ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২৪ কোটি ৩৬ লাখ ৫৪ হাজার টাকার।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২টির, কমেছে ১৯১টির, আর অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ারের দাম।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এমএফআই/জেডএস