ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে লেনদেন ১১শ’ কোটি, ৮ মাসে সর্বোচ্চ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
ডিএসইতে লেনদেন ১১শ’ কোটি, ৮ মাসে সর্বোচ্চ

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ১ হাজার ১১৫ কোটি টাকা। যা গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ২০ নভেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিলো ১ হাজার ১৫৮ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার ৪৯১ কোটি টাকা।

এদিন দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৫৮ কোটি টাকা।
 
বাজার সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে লেনদেন খরায় থাকা পুঁজিবাজারের বেশ কিছু শেয়ারের দাম বাড়ছে।

ফলে লেনদেনও বাড়ছে। এটি বাজারের জন্য ইতিবাচক বলে মনে করছেন তারা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবারের মতো সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় বুধবার সকাল সাড়ে ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হয়ে চলে বেলা পৌনে ১১টা ৪০ মিনিট পর্যন্ত। এসময় সূচক বাড়ে ৯৮ পয়েন্ট। তবে এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন। যা লেনদেনের শেষ সময় পর্যন্ত অব্যাহত ছিলো। দিন শেষে সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে টানা দুই কার্যদিবস সূচক বাড়লো।

ডিএসইর তথ্য মতে, বুধবার ৩০ কোটি ৭৮ লাখ ৫৪ হাজার ৫৮৫টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। লেনদনে হয়েছে ১ হাজার ১১৫ কোটি ২৯ লাখ ৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৮৮ কোটি ১৯ লাখ ৩৭ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৯০১ কোটি ২৬ লাখ টাকা।

তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক (ব্রড ইনডেক্স) আগের দিনের চেয়ে ৭ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৫ পয়েন্ট এবং শরীয়াহ সূচক ৪ দশমিক ০৩ পয়েন্ট  কমে ১ হাজার ২৬৬ পয়েন্ট দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৩টির, কমেছে ১৫৭টির আর অপরিবর্তত রয়েছে ৩১টি, কোম্পানির শেয়ারের দাম।

দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৫৫ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬৮ পয়েন্ট দাঁড়িয়েছে। এদিন লেনদেন হয়েছে ৫৮ কোটি ৫৬ লাখ ১৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬২ কোটি ১৬ লাখ ৬৫ হাজার ৯৫৬ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৪ কোটি ১২ লাখ ৫৯ হাজার টাকা।  

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১২২টির আর অপরিবর্তত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।