ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচক বাড়লো টানা চারদিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৮
সূচক বাড়লো টানা চারদিন

ঢাকা: ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান খাতের প্রায় সব শেয়ারের দাম বাড়ায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৫ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

এদিন সূচকের পাশাপাশি বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন বেড়েছে। এর ফলে চলতি সপ্তাহের টানা চার কার্যদিবস পুঁজিবাজারে সূচক বাড়লো।

মঙ্গলবারের মতো বুধবারও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়ে চলে বেলা সোয়া ১১টা পর্যন্ত। এরপর দিনের বাকি লেনদেন হয় সূচক ওঠানামার মধ্য দিয়ে। ফলে দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়ে ১৫ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ে ২৯ পয়েন্ট।

এর আগে মঙ্গলবার রাতে এক অনুষ্ঠানে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেন বলেছেন, ২০১৯ সালে পুঁজিবাজার ভালো থাকবে। একই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, পুঁজিবাজার ভালো হবে, এতে কোনো সন্দেহ নেই।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরকারের উপর মহল থেকে এরকম আশার বাণী শোনানোর পাশাপাশি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মার্কেট সাপোর্টের ফলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ অধিকাংশ খাতের প্রায় সব শেয়ারের দাম এদিন বেড়েছে। এ কারণে সূচক বেড়েছে। তবে লেনদেন আগের কার্যদিবসের তুলনায় কিছুটা কমেছে।

ডিএসই’র তথ্যমতে, বুধবার এ বাজারে ২১ কোটি ৫৮ লাখ ৪২ হাজার ৬২টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৬৭৯ কোটি ৫৯ লাখ ৪৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৮৩ কোটি ৪৮ লাখ ৫৬ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিল ৫৪৯ কোটি ৮৬ লাখ ২ হাজার টাকা।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৬১ পয়েন্টে অবস্থান নেয়। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ৩ দশমিক ৬৯ পয়েন্ট কমে অবস্থান নেয় ১ হাজার ২৩১ পয়েন্টে। তবে ডিএস-৩০ ইনডেক্স ২ দশমিক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ৮৭২ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৬টির, কমেছে ১৩১টির ও অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের দাম।

অন্যদিকে, সিএসইতে সার্বিক সূচক ২৯ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৪২৮ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১০৫টির এবং ২৮টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩২ কোটি ৫৬ লাখ ৯২ হাজার টাকার।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।