ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ক্যাম্পেইন, পলিথিন বর্জনের অঙ্গীকার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ক্যাম্পেইন, পলিথিন বর্জনের অঙ্গীকার  বক্তব্য দিচ্ছেন মাহবুবার রহমান হারেজ

বগুড়া: বগুড়ার শেরপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ক্ষতিকর পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বর্জনের অঙ্গীকার করেছেন তিন শতাধিক শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।  

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে শহরের উলিপুর আমেরিয়া সমতুল্ল্যাহ মহিলা সিনিয়র (ফাজিল) মাদরাসার সভাকক্ষে আয়োজিত পরিবেশ রক্ষায় পলিথিন ব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইনে এ অঙ্গীকার করেন তারা।

বসুন্ধরা শুভসংঘের উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল হাই বারীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কেএম মাহবুবার রহমান হারেজ।  

এসময় হারেজ তার বক্তব্যে ক্ষতিকর পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বন্ধে বসুন্ধরা শুভসংঘের নানা পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি অরাজনৈতিক-সামাজিক এ সংগঠনটির পাশে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, যত্রযত্র পলিথিন ব্যবহার পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। তাই পাটজাত পণ্যের মাধ্যমে বিকল্প তৈরি করতে হবে। আর সেটি ব্যবহারে গণসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দিতে হবে।  

এসময় উপস্থিত সবাই পলিথিন ব্যবহার না করার অঙ্গীকার করেন।

ক্যাম্পেইনে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, বাজারে যাওয়ার সময় বাড়ি থেকেই পাটের ব্যাগ সঙ্গে নিয়ে যেতে হবে। পলিথিন ও প্লাস্টিক ব্যাগ ব্যবহারে নিরৎসাহিত করতে হবে। তাহলে পলিথিন ব্যবহারবিরোধী জনমত গড়ে উঠবে। এ ক্ষেত্রে গণসচেতনতা তৈরির বিকল্প নেই।

শিক্ষার্থী ফাহমিদা আক্তার বলেন, দৈনন্দিন জীবন যাপনে পলিথিন ও প্লাস্টিক ব্যবহারের প্রয়োজন হয়। তাই এর বিকল্প তৈরি করতে হবে। অন্যথায় পলিথিন ব্যবহার ঠেকানো যাবে না। এটি ঠেকানো না গেলে পরিবেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। কারণ পলিথিন পচে না এবং মাটিতেও মেশে না। ফলে উর্বরতা নষ্ট করে দেয় মাটির।

বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজনুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে মাদরাসাটির প্রভাষক শাহজাহান আলী, প্রভাষক জিল্লুর রহমান, দৈনিক কালের কণ্ঠের শেরপুর প্রতিনিধি আইয়ুব আলী, সাধুবাড়ী সালেহা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক রফিকুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘের উপজেলা কমিটির সহ-সভাপতি আব্দুল আলীম, হাবিবুর রহমান পান্না, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সদস্য গোলাম রব্বানী, ডা. গোলাম সারোওয়ারসহ অনেকে বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ