ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

শাজাহানপুরে বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
শাজাহানপুরে বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র বিতরণ শীতবস্ত্র বিতরণ

বসুন্ধরা শুভসংঘ শাজাহানপুর উপজেলা শাখার আয়োজনে অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলায় অসহায় ৩০ জন মানুষের মধ্যে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

বসুন্ধরা শুভ সংঘের শাজাহানপুর উপজেলা সভাপতি সাবেক কাউন্সিলর মো. খোরশেদ আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
এতে আরও উপস্থিত ছিলেন- উপদেষ্টা সদস্য মিজানুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সদস্য সাইদুজ্জামান তারা, আব্দুল্লাহ আল কাফী, আসিফ আহমেদ, তৌফিক হাসান, কালের কণ্ঠ উপজেলা প্রতিনিধি জিয়াউর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।