ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

ক্ষেতলালে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে কুইজ 

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
ক্ষেতলালে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে কুইজ 

জয়পুরহাট: বসুন্ধরা শুভসংঘ জয়পুরহাট জেলার ক্ষেতলাল শাখার উদ্যোগে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে কুইজের আয়োজন করা হয়েছে।

শিক্ষার মানোন্নয়নে বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় ক্ষেতলাল উপজেলার প্রত্যন্ত অঞ্চলে রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কুইজ অনুষ্ঠিত হয়।

এতে ওই প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী অংশ নেয়। এসময় শিক্ষার্থীরা সাধারণ জ্ঞান পর্ব বেশ আনন্দের সঙ্গে উপভোগ করে।  

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের শিক্ষামূলক শিশুতোষ বই পুরস্কার দেওয়া হয়।

রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফ আলী বলেন, শিক্ষার্থীদের মধ্যে কুইজের আয়োজন করায় শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বেশি বেশি এমন আয়োজন করলে শিক্ষার্থীদের জ্ঞান ও মেধার বিকাশ ঘটবে। আশা করি, বসুন্ধরা শুভসংঘ আগামীতে স্কুল ও কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করবে। এতে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং প্রতিযোগিতামূলক লেখাপড়ায় মনযোগী হবে।

কালের কণ্ঠ ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল উপজেলার সভাপতি এম রাসেল আহমেদ বলেন, শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশ ঘটাতে ও প্রতিযোগিতামূলক লেখাপড়ায় মনোযোগী করতেই আমাদের এ আয়োজন। আমাদের লক্ষ্য সুশিক্ষিত জাতি গঠন করা।  

এসময় উপস্থিত ছিলেন- রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবদুর রহমান, নাজমুন নাহার, বসুন্ধরা শুভসংঘের ক্ষেতলাল উপজেলা শাখার মহিলা বিষয়ক সহ-সম্পাদক খায়রুন নেছা, শিক্ষা বিষয়ক সম্পাদক হুসনেয়ারা, সাধারণ সদস্য পারভেজ, রিয়া আক্তার ও তিনা আক্তারসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।