ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

ছিন্নমূল শিশুদের শীতের সুরক্ষাসামগ্রী উপহার দিল বসুন্ধরা শুভসংঘ

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
ছিন্নমূল শিশুদের শীতের সুরক্ষাসামগ্রী উপহার দিল বসুন্ধরা শুভসংঘ ছিন্নমূল শিশুদের পাশে বসুন্ধরা শুভসংঘ

ঢাকা: রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন এলাকায় দরিদ্র, অসহায়, ছিন্নমূল শিশুদের শীতের সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখা। সামগ্রীর মধ্যে ছিল পেট্রোলিয়াম জেলি, সরিষার তেল, কোল্ড ক্রিম ও বডিলোশন।

শীতের তীব্রতা লাঘবে শুক্রবার (৬ ডিসেম্বর) ছিন্নমূল শিশুদের মধ্যে শীতের এ উপহার তুলে দেওয়া হয়।

এ সময় বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখা সভাপতি ফারিয়া হক তাজিম বলেন, এই শীতে অসহায় শিশুদের মধ্যে উপহার সামগ্রীগুলো ত্বক সুরক্ষায় খুব কাজে আসবে। ভবিষ্যতেও আমরা বসুন্ধরা শুভসংঘ থেকে শিশুদের  জন্য নানা কার্যক্রমে অংশ নেব এবং তাদের পাশে দাঁড়াব।

শীতের সুরক্ষা সামগ্রী পেয়ে অনেক খুশি ফুলবিক্রেতা কিশোরী সুমাইয়া। সে বলে, ‘ফুল বিক্রি করে তার দৈনিক যা আয় হয় তা দিয়ে পরিবারের তিন বেলার খাবার জোগাড় করতে হিমশিম খেতে হয়। সেখানে শীতের সুরক্ষা সামগ্রী কেনা অনেকটা কষ্টসাধ্য ছিল। ’

শীতের সুরক্ষা সামগ্রী উপহার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি ফারিয়া হক তাজিম, সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা মিথুন, ইফফাত সুলতানা, জ্যোতি আক্তার জুই, লাবণ্য রায়, জান্নাতুল ফেরদৌস, সামসি আরা আক্তার ছোয়া।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।