নীলফামারী: নীলফামারীতে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে শুরু হয়েছে বসুন্ধরা শুভসংঘের তিন মাসের সেলাই প্রশিক্ষণ।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে জেলা সদরের খোকসাবাড়ি ইউনিয়নের পূর্ব খোকসাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ শুরু হয়।
বসুন্ধরা ফাউন্ডেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা (সমন্বয়) মো. মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন- কালের কণ্ঠের প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘের নীলফামারী জেলা শাখার উপদেষ্টা ভুবন রায় নিখিল, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা আব্দুর রশিদ শাহ।
অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘের সাংগঠনিক সম্পাদক দিপু রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শুভসংঘের সদস্য মনি রায়, কুলসুম আক্তার, শোভা রায়, প্রশিক্ষক বিউটি আক্তার স্বপ্না, প্রশিক্ষণার্থী শাহনাজ আক্তার, আঁখি আক্তার প্রমুখ।
খোকসাবাড়ি ইউনিয়নের টেপুরডাঙ্গা গ্রামের শাহনাজ আক্তার (৩৫) প্রশিক্ষণে অংশ নিয়ে পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখতে শুরু করেছেন। তিনি বলেন, আমার অভাবের সংসার। পরিবারের সচ্ছলতা ফেরাতে অনেকদিন ধরে সেলাইয়ের কাজ শেখার স্বপ্ন দেখছিলাম। বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে আজকে সে স্বপ্ন পূরণ হলো। আমাদের মতো অসহায় মানুষের স্বপ্ন পূরণে এগিয়ে আসার জন্য বসুন্ধরার চেয়ারম্যানকে অনেক ধন্যবাদ জানাচ্ছি’।
বসুন্ধরা শুভসংঘের নীলফামারী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক দিপু রায় জানান, বসুন্ধরা গ্রুপের অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার উদ্যোগের অংশে বসুন্ধরা শুভসংঘ জেলা সদর, সৈয়দপুর এবং জলঢাকা উপজেলায় করে সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে। এ তিনটি প্রশিক্ষণ কেন্দ্রে ৬০ জন নারী প্রশিক্ষণ গ্রহণ করছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে একটি করে সেলাই মেশিন দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
আরএ