ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিঙ্গাপুর

সিঙ্গাপুরে চিত্র প্রদর্শনীতে রানা প্লাজার ছবি

আনোয়ার হোসেন, সিঙ্গাপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
সিঙ্গাপুরে চিত্র প্রদর্শনীতে রানা প্লাজার ছবি ছবি: ফাইল ফটো

সিঙ্গাপুর থেকে: সিঙ্গাপুরে ‘ওয়ার্ল্ড প্রেস ফটো এক্সিবিশন’ শীর্ষক চিত্র প্রদর্শনীতে বাংলাদেশের রানা প্লাজার ধ্বংসস্তূপের হৃদয়স্পর্শী সেই ছবিটি স্থান পেয়েছে, যেখানে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত স্বামী-স্ত্রী পরস্পরকে আঁকড়ে ধরে ছিলেন ।  

বিশ্বের বিভিন্ন দেশের ফটো সাংবাদিকদের তোলা প্রায় এক লক্ষ ছবি থেকে বাছাই করা ১৫১ টি ছবি নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এ প্রদর্শনী।

ক্যানন ও সিঙ্গাপুর প্রেস ক্লাব যৌথভাবে এ প্রদর্শনী আয়োজন করে।

সিঙ্গাপুরের দৈনিক পত্রিকা স্ট্রেইটস টাইমস্ এর সম্পাদক প্যাট্রিক ডেনিয়াল বাংলানিউজকে জানান, চিত্র সাংবাদিকরা তাদের অসাধারণ বিশ্লেষণ ক্ষমতা দিয়ে তোলা ছবিগুলো আমাদের কাছে পাঠিয়েছেন। এজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। তাদের অক্লান্ত পরিশ্রমের জন্যই আমরা পৃথিবীর চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো জানতে পারছি ।

১০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত র‌্যাফেলস্ হোটেলে এ প্রদর্শনী চলবে ।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সিঙ্গাপুর এর সর্বশেষ