ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

খেলা

বিবাহিতদের হারিয়ে জয়ী অবিবাহিতরা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
বিবাহিতদের হারিয়ে জয়ী অবিবাহিতরা

ফেনী: ফেনীর দাগনভূঞা উপজেলায় এক ব্যতিক্রমী ও অভিনব প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের গজারিয়ায় মোল্লা বাড়ি সংলগ্ন মাঠে বিবাহিত বনাম অবিবাহিত  ফুটবল ম্যাচ হয়েছে।

 ম্যাচে ২-১ গোলে চ্যাম্পিয়ন হয়েছে অবিবাহিত দল। ম্যাচসেরা হয়েছেন অবিবাহিত দলের আশিক।

বিপুলসংখ্যক দর্শক রাতের এই ফুটবল ম্যাচ উপভোগ করেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রায়হান।  

খেলায় বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন অতিথিরা।  

এর আগে খেলা উদ্বোধন করেন এসএন ফুড অ্যান্ড কনজিউমার প্রোডাক্টস লিমিটেড কোম্পানির চেয়ারম্যান সাহাব উদ্দিন।

প্রভাষক আবদুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার আইয়ুব আলী, গজারিয়া হাই স্কুলের উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নূর নবী, গজারিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি আলী হোসেন, ৫ নং ওয়ার্ড মেম্বার মফিজুর রহমান, ওমরাবাদ সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি মাহবুবুর রহমান আজাদ।

ক্রীড়া সংগঠক ইসমাইল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালী প্রবাসী সমাজসেবক এমরান হোসেন, বিকিরণ কিন্ডারগার্ডেনের অধ্যক্ষ ও সাপ্তাহিক কলকণ্ঠের দাগনভূঞা প্রতিনিধি জাকির হোসেন, গজারিয়া সিয়াম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শহিদ উল্লাহ মিন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক শহিদ উল্লাহ, আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল, সুরুজ বাঙালী, আবু বক্কর সিদ্দিক, জহির উদ্দিন রাসু,  আনোয়ার হোসেন সোহাগ, আব্দুল আউয়াল বাবুল, জামাল উদ্দিন, জালাল আহমদ, নুর আহমদ, সাইফুল ইসলাম কন্ট্রাক্টর, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল আজিম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুবলীগ নেতা ইসমাইল হোসেন রুমেজ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হোসেন পারভেজ, ছাত্রলীগ নেতা আনিসুর রহমান সাগর।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন গজারিয়া হাই স্কুলের সহকারী শিক্ষক আতিকুল ইসলাম, ক্রীড়ানুরাগী সুমন, মুজাহিদ ও হুমায়ুন কবির সোহাগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩.
এসএইচডি/এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।