দলের মোট রানের প্রায় অর্ধেকই করলেন নাঈম শেখ। ওপেনিংয়ে নেমে টিকে রইলেন শেষ ওভারের তৃতীয় বল পর্যন্ত।
১৬৮ রানের লক্ষ্য তাড়ায় খুলনার ভরসা ছিলেন নাঈম একাই। শেষ ওভারে ২৫ রান তোলার চেষ্টা করেছিলেন তিনি। রিপন মণ্ডলের করা প্রথম বলে কোনো রান নিতে না পারলেও পরের দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে জয়ের সমীকরণটা করেছিলেন ৩ বলে ১৩ রানের। তবে চতুর্থ বলে স্লিপে ডেভিড মালানের দারুণ এক ক্যাচে নাঈমের নায়ক হওয়ার সম্ভাবনা শেষ করে দেয়। শেষ দুই বলে আমের জামাল ৫ রান নিতে পারে। তাতে পরাজয়ে ব্যবধানটা ৭ রানে নেমে আসে।
এর আগে দলীয় ৬ রানে রানের খাতা খোলার আগেই ওপেনার ইমরুল কায়েস আউট হলেও দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটি গড়েন নাঈম-মেহেদী হাসান মিরাজ। সতীর্থকে নিয়ে ৫৯ রানের দারুণ এক জুটি গড়েন খুলনার অধিনায়ক মিরাজ। তবে ৩৩ রানে মিরাজ আউট হওয়ার পর চাপে পড়ে খুলনা।
শেষ দিকে ১৭ বলে ২৭ রানের এক ইনিংস খেলে ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণেই নিয়েছিলেন আফিফ হোসেন ধ্রুব। কিন্তু নাঈমের ওই ইনিংসের ফল শেষে বরিশালের কাছে ৭ রানে হার মানতে হয় খুলনাকে।
এর আগে মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটি ও রিশাদ হোসেনের ঝোড়ো ইনিংসে ভর করে ৯ উইকেটে ১৬৭ রানের সংগ্রহ পায় বরিশাল। রিয়াদ ৪৫ বলে ৫০ রান করে ভিত্তি গড়ে দেন। আর শেষে ১৯ বলে ৩৯ রান করে দলকে ভালো সংগ্রহ পাইয়ে দেন রিশাদ।
এই জয়ে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে ফরচুন বরিশাল। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে রংপুর রাইডার্স। ৬ পয়েন্ট নিয়ে পাঁচে খুলনা টাইগার্স।
বাংলাদেশ সময়: ২৩২১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
এমএইচএম