ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

সেঞ্চুরির প্রশ্নে বিজয় বললেন, ‘সিরিয়াসলি!’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
সেঞ্চুরির প্রশ্নে বিজয় বললেন, ‘সিরিয়াসলি!’

সিলেট থেকে: এনামুল হক বিজয় একপ্রান্ত আগলে রাখছিলেন ভালোভাবেই। পঞ্চম ব্যাটার হিসেবে তিনি যখন আউট হন তখন কেবল ১৫তম ওভার চলছে, ৫০ বলে ৭৮ রান করেছেন ফরচুন বরিশালের ব্যাটার।

সেঞ্চুরির সুযোগ ছিল বেশ ভালোভাবেই।

কিন্তু হুট করে মৃত্যুঞ্জয়ের বলে বোল্ড হয়ে যান বিজয়। মিস করেন সেঞ্চুরির সুযোগ। তাহলে কি শতরান সম্ভব ছিল? ম্যাচশেষে সংবাদ সম্মেলনে আসার পর জানতে চাওয়া হয় বিজয়ের কাছে। অনেকটা চমকেই তিনি জবাব দেন, ‘চাইলেই (সেঞ্চুরি সম্ভব ছিল?) সিরিয়াসলি!’

‘আমাদের পরিকল্পনায় তো একটু ১৯-২০ আছেই। পরিকল্পনা ছিল মৃত্যুঞ্জয় ভালো বল করেছে দুই ওভার। আরেক ওভারে এসেছে মিডল অব দ্য টাইমে, অবশ্যই ওকে আমার দেখে খেলা দরকার ছিল। তাহলে হয়তো পরের ওভারে যে আসতো...। কত রান করতে পারতাম এটা গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু শেষ করে আসতে পারতাম। অবশ্যই আপনার যে প্রশ্ন, এটা আমি মাথায় রাখবো। পরে যদি এমন সুযোগ আসে, চেষ্টা করবো শেষ করে আসার। ’

নিজের ভাবনায়ও কি সেঞ্চুরি ছিল না? বিজয় বলছেন, ‘আমি ওয়ানডেতে সেঞ্চুরির জন্য নামি, এটা সত্যি। টেস্টে সেঞ্চুরির জন্য নামি, এটাও সত্যি। টি-টোয়েন্টিতেও নামি, কিন্তু সবসময় আসলে দলের পরিস্থিতি ওরকম থাকে না। ওয়ানডে-টেস্টে অবশ্যই সেঞ্চুরির জন্য নামি। টি-টোয়েন্টিতে রান অনেক কম হয়, বিহাইন্ড দ্য সিনে থাকে না সেঞ্চুরি। একেক সময় একেক পরিস্থিতি আসে সামনে...। ’

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।