ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

খেলা

কক্সবাজারে শুক্রবার শুরু হচ্ছে আন্তর্জাতিক বিচ ভলিবল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
কক্সবাজারে শুক্রবার শুরু হচ্ছে আন্তর্জাতিক বিচ ভলিবল

কক্সবাজার: বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কক্সবাজার সমুদ্রসৈকতে শুক্রবার (৮ সেপ্টেম্বর) শুরু হচ্ছে অলিম্পিক গেমস ২০২৪ এর বিচ ভলিবলের বিচ ইভেন্টের জোনাল বাছাই পর্ব।

বঙ্গবন্ধু এভিসি বিচ কন্টিনেন্টাল কাপ ফেস ওয়ান (ম্যানস-ওম্যানস) ২০২৩ এবং বঙ্গবন্ধু কাভা বিচ ভলিবলসহ (ম্যানস-ওম্যানস) ২০২৩ মোট দুটি আন্তর্জাতিক বিচ ভলিবল প্রতিযোগিতা কক্সবাজার সৈকতের কলাতলী বিচে অনুষ্ঠিত হবে।

আট দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশসহ নয়টি দেশের পুরুষ ও নারী ভলিবল দল। অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে, ভুটান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, ইরান, উজবেকিস্তান, ভারত, মালদ্বীপ ও স্বাগতিক বাংলাদেশ।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কলাতলীর একটি হোটেলের হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করেন আয়োজকরা।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান খসরু চৌধুরী, ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বী, মিডিয়া কমিটির সম্পাদক সামসুল হাসান মীরন, টেকনিক্যাল ডেলিকেট ভারতের শ্রী নিবাস।

সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বলেন, প্রতিযোগিতা ৮ সেপ্টেম্বর বিকেল তিনটায় শুরু হবে। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

১১ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এরপর দ্বিতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা যথারীতি ১৩-১৫ সেপ্টেম্বর পর্যন্ত একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. খসরু চৌধুরী জানান, ইতোমধ্যে প্রতিযোগিতার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অংশগ্রহণকারী দলগুলো কক্সবাজার এসে পৌঁছেছে।

মূলত কক্সবাজারের সাগরসৈকতের অপার সৌন্দর্য আন্তর্জাতিক বিচ ভলিবলের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে দিতে এত বড় আয়োজনে কক্সবাজারকে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৩
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।