আগামী ২০ থেকে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের দীর্ঘতম আল্ট্রা-ম্যারাথন ‘কোস্টাল আলট্রা ২০২৫’। এতে ৫০ কিলোমিটার, ১শ কিলোমিটার, ১০০ মাইল ও ২০০ কি.মি. ক্যাটাগরিতে অংশ নেওয়ার জন্য প্রতিযোগীদের এ লিঙ্কে প্রবেশ করে নিবন্ধন করতে হবে।
এ চার ক্যাটাগরিতে অংশগ্রহণের জন্য কোস্টাল আলট্রা বাংলাদেশ শর্তও জুড়ে দিয়েছে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বয়স সীমা ন্যূনতম ১৮ বছর বা তার বেশি হতে হবে।
এছাড়া চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করে শারীরিক সক্ষমতা যাচাই করে নিতে হবে। মেডিকেল সার্টিফিকেট না থাকলে প্রতিযোগিতা শুরুর পূর্বে সক্ষমতা বিষয়ে অঙ্গীকারনামা সই করতে হবে। এর বাইরে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে যেসব যোগ্যতা থাকতে হবে-
ক্যাটাগরি: ৫০ কি. মি.
গত ৬ মাসের ন্যূনতম অর্জন
(ক). ডিজিটাল রেকর্ড: ৫০০ কিমি; অথবা,
(খ). একটি আলট্রা ম্যারাথন; অথবা,
(গ). একটি ম্যারাথন এবং দুইটি হাফ-ম্যারাথন; অথবা,
(ঘ). চারটি হাফ-ম্যারাথন।
কোয়ালিফাইং টাইম: (খ), (গ) এবং (ঘ) এর ক্ষেত্রে-
হাফ-ম্যারাথন: স্ট্যান্ডার্ড
ম্যারাথন: স্ট্যান্ডার্ড
আলট্রা ম্যারাথন: স্ট্যান্ডার্ড
ক্যাটাগরি: ১০০ কিমি
গত ৬ মাসের ন্যূনতম অর্জন-
(ক). ডিজিটাল রেকর্ড: ১০০০ কিমি; অথবা,
(খ). একটি আলট্রা ম্যারাথন এবং একটি ম্যারাথন; অথবা,
(গ). দুইটি ম্যারাথন এবং তিনটি হাফ-ম্যারাথন।
কোয়ালিফাইং টাইম:
(খ) এবং (গ) এর ক্ষেত্রে....
- হাফ-ম্যারাথন: সর্বোচ্চ ৩ ঘন্টা
- ম্যারাথন: সর্বোচ্চ ৬ ঘন্টা
- আলট্রা ম্যারাথন: স্ট্যান্ডার্ড
ক্যাটাগরি: ১০০ মাইল
গত ১২ মাসের ন্যূনতম অর্জন-
(ক). ডিজিটাল রেকর্ড: ২৫০০ কিমি; অথবা,
(খ). একটি ১০০ মাইল উর্ধ্ব আলট্রা ম্যারাথন; অথবা,
(গ). দুইটি আলট্রা ম্যারাথন (যার মধ্যে কমপক্ষে একটি ১০০ কিমি +) এবং দুইটি ম্যারাথন; অথবা,
(ঘ). তিনটি আলট্রা ম্যারাথন এবং তিনটি ম্যারাথন।
কোয়ালিফাইং টাইম:
(খ), (গ) এবং (ঘ) এর ক্ষেত্রে…
ম্যারাথন: সর্বোচ্চ ৫ ঘন্টা ৩০ মিনিট
আলট্রা ম্যারাথন: স্ট্যান্ডার্ড টাইমিং
ক্যাটাগরি: ২০০ কিমি
গত ১২ মাসের ন্যূনতম অর্জন-
(ক). ডিজিটাল রেকর্ড: ৩০০০ কিমি; অথবা,
(খ). দুইটি আলট্রা ম্যারাথন (যার মধ্যে কমপক্ষে একটি ১০০ মাইল +) এবং দুইটি ম্যারাথন; অথবা,
(গ). দুইটি আলট্রা ম্যারাথন (যার মধ্যে কমপক্ষে একটি ১০০ কিমি +) এবং তিনটি ম্যারাথন।
কোয়ালিফাইং টাইম:
(খ) এবং (গ) এর ক্ষেত্রে…
ম্যারাথন: সর্বোচ্চ ৫ ঘন্টা ৩০ মিনিট
আলট্রা ম্যারাথন: স্ট্যান্ডার্ড টাইমিং
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
এএটি