ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

খেলা

বক্সার সুর কৃষ্ণ ও নারী ক্রিকেটার লেকি চাকমাকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
বক্সার সুর কৃষ্ণ ও নারী ক্রিকেটার লেকি চাকমাকে সংবর্ধনা

রাঙামাটি: ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ বক্সার রাঙামাটির সন্তান সুর কৃষ্ণ চাকমা ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেওয়া জাতীয় দলের নারী ক্রিকেটার লেকি চাকমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।  

শনিবার (২৮ অক্টোবর) সকালে রাঙামাটি জেলার ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের আয়োজনে রাঙামাটি প্রেস ক্লাবের মিলনায়তনে আনুষ্ঠানিক আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর।

রাঙামাটি ডিস্ট্রিক্ট ফুটবল একাডেমির পরিচালক ওয়াশিংটন চাকমার সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার সদস্য মনোয়ারা বেগম, আশিষ কুমার চাকমা নব, রাঙামাটি সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. হান্নান, ক্রীড়া সংগঠক নাছির উদ্দীন সোহেল, জুরাছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমাসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

সভায় বক্সার সুরকৃষ্ণ চাকমা এবং নারী ক্রিকেটার লেকি চাকমা তাদের অনুভূতি ব্যক্ত করেন। সভাশেষে তাদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন আগত অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।