ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মার্তিনেজের জোড়া গোলে আর্জেন্টিনার জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
মার্তিনেজের জোড়া গোলে আর্জেন্টিনার জয়

গোলশূন্য প্রথমার্ধের পরে দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে এগিয়ে দিলেন লাউতারো মার্তিনেজ। এরপর তার শেষ মুহূর্তের গোলে ২-০ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা।

তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল মেসির দল।

নিষেধাজ্ঞার কবলে ছিলেন দলের কোচ স্কালোনি। ইনজুরির কারণে দলে ছিলেন না মেসি, মার্কাস আকুনিয়ারা। ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দি পলদের বিশ্রামে রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি। তবে ম্যাচে জয়ে পেতে বেগ পেতে হয়নি আর্জেন্টিনাকে।

টানা তিন ম্যাচে গোল করে এদিন আরেক রেকর্ডেও নাম বসালেন লাউতারো মার্তিনেজ। ২০০১ সালের পর থেকে কোপা আমেরিকায় গ্রুপপর্বের তিন ম্যাচেই গোল করার রেকর্ড ছিল না কোনো খেলোয়াড়ের। ২৩ বছর পর সেই কীর্তি গড়লেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। ৪ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতাও তিনি। এদিন আর্জেন্টিনার গোলের ব্যবধান আরেকটু বাড়তে পারতো। ৭২ মিনিটে পেনাল্টি মিস করে বসেন বার্থডে বয় লিয়ান্দ্রো পারেদেস।

মেসির মাঠে না থাকা অবশ্য আর্জেন্টিনাকে সমস্যায় ফেলতে পারেনি। বরং মেসিহীন আর্জেন্টিনার বিরুদ্ধে পেরু শুরু থেকেই চাপে ছিল। পেরুর গোলরক্ষক গ্যালিসকে প্রথমার্ধের নায়ক বলা যেতেই পারে। অন্তত চারবার দলের নিশ্চিত পতন আটকেছেন তিনি।

শুরু থেকেই আগ্রাসী ফুটবল শুরু করেন দি মারিয়ারা। একের পর এক আক্রমণে পেরুর রক্ষণকে ব্যস্ত রেখেছিলেন আর্জেন্টিনার ফুটবলারেরা। ১২ মিনিটে প্রথম গোলের সুযোগ পায় বিশ্বচ্যাম্পিয়নেরা। দি মারিয়ার কর্নার থেকে গোল করার সহজ সুযোগ পেয়েছিলেন ওতামেন্দি। তার শট অল্পের জন্য বাইরে চলে যায়।

বেশির ভাগ সময়ই খেলা হয়েছে পেরুর অর্ধে। পেরুর প্রায় সব ফুটবলারই রক্ষণ সামলাতে ব্যস্ত ছিলেন। তার মধ্যেই ২১ মিনিটে প্রতি আক্রমণে সুযোগ তৈরি করেছিল পেরু। তবে গোল হয়নি।

২২ মিনিটে লাউতারো মার্তিনেজ পেরুর বক্সে বল পান দি মারিয়ার কাছ থেকে। তার শট আটকে দেন গ্যালিস। যদিও তিনি অফসাইডে ছিলেন।  ২৬ মিনিটে আর্জেন্টিনাকে আরও এক বার হতাশ করেন গ্যালিস। পারদেসের শট আটকে দেন তিনি। ৪৪ মিনিটে আর্জেন্টিনার আরও একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন পেরুর গোলরক্ষক। দি মারিয়ার কাছ থেকে পেরুর বক্সের ডান দিকে বল পান মন্টিয়েল। তিনি পাস দেন লো সেলসোকে। তার শট আটকে দেন গ্যালিস। ফিরতি বলে গারনাচোর শট বারের উপর দিয়ে চয়ে যায়।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা।  ৪৭ মিনিটে দি মারিয়ার বাড়ানো থ্রু বল ভেঙে দেয় পেরুর ডিফেন্স লাইনআপ। এগিয়ে আসা গোলরক্ষককে আলতো চিপে পরাস্ত করেন মার্তিনেজ।  

ম্যাচের ৭২ মিনিটে ডি মারিয়ার পাস ধরেই আরেকটি গোলের সুযোগ পায় আর্জেন্টিনা। গোলমুখে আর্জেন্টিনার শট হেসুস কাস্তিলোর হাতে লাগায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। পারেদেসের জোরালো শট ফিরে আসে গোলবার থেকে।

পেনাল্টি মিস করে তিনি নাম লিখিয়েছেন ইতিহাসের খাতায়। বিগত ২৫ বছরে আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকায় প্রথম পেনাল্টি (শ্যুটআউট ব্যতীত) মিস করলেন তিনি। এর আগে সবশেষ এমন মিস করেছিলেন রবার্তো আয়ালা। ১৯৯৯ সালে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন তিনি।

দ্বিতীয় গোলের জন্য আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয় ৮৬ মিনিট পর্যন্ত। মার্তিনেজের গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা। এই জয়ে গ্রুপ থেকে আর্জেন্টিনার সঙ্গে শেষ আটে যাচ্ছে কানাডাও। তারা অবশ্য গ্রুপ রানার্স আপ হয়েই নকআউটে যাচ্ছে। দলটি চিলিকে রুখে দিয়েছে গোলশূন্য ড্রয়ে।

বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
এআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।