ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৭

ট্রফি ছাড়া অন্য কিছু ভাবছেন না সোহেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
ট্রফি ছাড়া অন্য কিছু ভাবছেন না সোহেল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রানার আপ কিংবা তৃতীয়স্থান নয় ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৭’র আসরে চ্যাম্পিয়নের মুকুট জয়ের লক্ষ্যেই খেলবেন লাল-সবুজের লড়াকু গলফার শাখাওয়াত সোহেল। বাংলাদেশের পাশাপাশি বসুন্ধরা গলফের এবারের আসরে অংশ নিতে আমেরিকা, অস্ট্রেলিয়া, সুইডেনসহ বিশ্বের ২১টি দেশের টপ র‌্যাংকিংয়েরগলফাররাও এসেছেন এশিয়ান ট্যুরের এই আসরে অংশ নিতে।

তারপরেও এতটুকু ভীত নন শাখাওয়াত সোহেল। আর শিরোপা জয়ের ক্ষেত্রে তাকে পথ দেখাচ্ছে তার সাম্প্রতিক পারফরমেন্স ও এই টুর্নামেন্টকে নিয়ে গেল একমাসেরও বেশি সময়ের প্রস্তুতি।

  

মঙ্গলবার (৩১ জানুয়ারি) কুর্মিটোলা গলফ ক্লাবে অনুশীলন শেষে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, ‘এই আসরে যদি আমি আমার সেরাটা দিতে পারি তাহলে চ্যাম্পিয়ন হব। কারণ এই টুর্নামেন্টকে সামনে রেখে গত একমাস আমি অনুশীলনে বেশ সময় দিয়েছি। সম্প্রতি মালয়েশিয়াতে এশিয়ান ট্যুরের বাছাই পর্বে অংশ নিয়ে সেখানে ১২’শ গলফারের মধ্যে ৯৪ এ থেকে শেষ করেছি। পরে ঢাকায় এসে সাভারে বিপিজিএ চ্যাম্পিয়নশিপে তৃতীয় হয়েছি। সব মিলিয়ে আমি আমার স্কোর ও ফিটনেস নিয়ে সন্তুষ্ট। ’

বসুন্ধরা গলফের প্রথম আসর শাখাওয়াত সোহেল শেষ করেছিলেন ১৯ এ থেকে। কিন্তু দ্বিতীয় আসরে তার পারফমেন্স ছিল আরও ধাঁরালো। শেষ করেছিলেন ৬ এ থেকে। ওই দুই আসরের কিছু কিছু ভুল তার শিরোপা জয়ের পথ অবরুদ্ধ করে রেখেছিল। তবে এই আসের ওই ভুলগুলো আর করতে চাইছেন না। চাইছেন ভুল শুধরে পরিকল্পনা মতো নিজের সেরা খেলাটি খেলতে, ‘আমার যে ভুল ত্রুটি ছিল সেগুলো কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। মাঠে যদি আমার পরিকল্পনা মাফিক সেরাটুকু দিতে পারি তাহলে শিরোপা জেতা কঠিন হবে না। ’

এদিকে টুর্নামেন্টকে সামনে রেখে কুর্মিটোলা গলফ কোর্সের সার্বিক অবস্থা বিগত দুই আসরের তুলনায় বেশ সন্তোষজনক বলে জানালেন সোহেল। তবে কোর্সের গ্রিন নিয়ে কিছুটা চিন্তিত মনে হল তাকে, ‘গত দুই বছরের তুলনায় এ বছরের কোর্স অনেক ভালো। তবে গ্রিন কঠিন হয়ে গেছে। ’

তারপরেও আত্মবিশ্বাসী সোহেল। চাইছেন এই কঠিন গ্রিন কন্ডিশনকে জয় করে শিরোপার মুকুট পড়তে, ‘আমার লক্ষ্য একটাই; চ্যাম্পিয়ন হওয়া। এখন আর দ্বিতীয় কিংবা তৃতীয় হব এমন কিছু ভাবি না। ’

উল্লেখ্য বাংলাদেশসহ বিশ্বের ২২টি দেশের ১৩৪ জন গলফারদের অংশগ্রহণে ০১ ফেব্রুয়ারি থেকে কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হচ্ছে ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৭’র এর তৃতীয় আসর। টুর্নামেন্ট চলবে ০৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ৩১ জানুয়ারি ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।