ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দ্বিতীয়বারের মতো জাতীয় থ্রোবল প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
দ্বিতীয়বারের মতো জাতীয় থ্রোবল প্রতিযোগিতা ছবি: সংগৃহীত

বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় শনিবার (০৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন দ্বিতীয় জাতীয় থ্রোবল প্রতিযোগিতা-২০১৭’। এর আগে ২০১৫ সালে অনুষ্ঠিত হয়েছিল প্রথম জাতীয় থ্রোবল প্রতিযোগিতা।

পল্টন মাঠে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রথম আসরের চেয়ে দ্বিতীয় আসরে দলসংখ্যা বেড়েছে।

এবার পুরুষ বিভাগে ১০টি ও মহিলা বিভাগে ৭টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। পুরুষ বিভাগের দলগুলো হলো- বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, খুলনা জেলা, ময়মনসিংহ জেলা, গ্লোরিয়াস স্পোর্টিং ক্লাব, গাজীপুর জেলা, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, সাতক্ষীরা জেলা ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

মহিলা বিভাগে অংশ নিতে যাওয়া দলগুলো হলো- বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সাতক্ষীরা জেলা, জেবি স্পোর্টিং, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ জেলা।

প্রথম পর্যায়ে লিগ পদ্ধতিতে ও পরবর্তীতে নক-আউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। ২৫ পয়েন্টে খেলা হবে। বেস্ট থ্রি পদ্ধতিতে যে দল দুই সেট জিতবে তারাই বিজয়ী হবে।

২০১৫ সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় থ্রোবল প্রতিযোগিতার পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ পুলিশ এবং রানার্স-আপ হয়েছিল খুলনা জেলা। আর মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল মাগুরা জেলা এবং রানার্স আপ হয়েছিল খুলনা জেলা দল।  

থ্রোবলের যতো অর্জন: ২০১৩ সালে ভারতের ছত্রিশগড়ে অনুষ্ঠিত পেন্টাগুলার উইমেন এশিয়ান চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল অংশগ্রহণ করে ব্রোঞ্জ পদক জয় করে। ২০১৪ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত পঞ্চম এশিয়ান সিনিয়র পুরষ থ্রোবল প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশ দল ব্রোঞ্জ পদক পায়। ২০১৫ সালে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত পেন্টাগুলার টুর্নামেন্ট বাংলাদেশ পুরুষ ও মহিলা দল অংশ নেয় এবং উভয় দল ব্রোঞ্জ পদক জয় করে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ০২ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।