ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কিশোরগঞ্জে নবান্ন উৎসবে গ্রামীণ ক্রীড়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
কিশোরগঞ্জে নবান্ন উৎসবে গ্রামীণ ক্রীড়া ছবি: সংগৃহীত

নবান্ন উৎসবকে সামনে রেখে খেলোয়াড়দের পদচারণায় মুখোরিত ছিল কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম। শনিবার (১৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যানারে অংশ নেয় খেলোয়াড়রা।

পুরাতন স্টেডিয়াম থেকে শহর প্রদক্ষীণ করে র‌্যালি শেষ হয় বিয়াম ল্যাবরেটরি স্কুলে। এর পর খেলোয়াড়রা অংশ নেয় বিভিন্ন গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায়।

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বালক বিভাগে মোরগ লড়াই, বোমবাস্টিং, দড়ি লাফ এবং ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া বালিকা বিভাগে মোরগ লড়াই, বোমবাস্টিং এবং দড়িলাফ খেলা অনুষ্ঠিত হয়।

তবে আয়োজনের মূল আকর্ষণ ছিল কিশোরগঞ্জের বলি খেলা। প্রদর্শণীমূলক এই প্রতিযোগিতায় অংশ নেয় মামুন, শাওন, সালমান এবং শুভ।

গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার তত্ববধানে ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল কাদির মিয়া এবং সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আক্তার।

নবান্ন উৎসবের এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।